Saturday, September 7, 2013

Walton Primo D1: ওয়ান ক্লিক রুট এবং আনরুট

| |
প্রায় অনেক দিন হয়ে গেল Primo D1 বাজারে এসেছে। বাংলাদেশের স্মার্টফোন বাজারে কম বাজেটের স্মার্টফোন গুলোর মধ্যে Primo D1 অন্যতম। বেশ কিছুদিন হল আমিও একটি Primo D1 কিনেছি। কিনার পর থেকে D1 এর রুট মেথডের অপেক্ষা করছিলাম। রুট মেথডের জন্য প্রায় ওয়াল্টনের ফোরাম ভিজিট করেছি। কিন্তু অনেকদিন অপেক্ষা করার পরেও কোন রুট মেথড পেলাম না। অবশেষে নিজেই D1 রুট করার সিদ্ধান্ত নিলাম। আমার কাছে অনেক রুটিং টুলকিট ছিল। একে একে সব ট্রাই করেছি। কিন্তু কোন কাজ হল না। তবে সব কিছু ট্রাই করার পর এই রুট টুলকিট দিয়ে রুট এবং আনরুট করতে পারলাম। তাই আজ আপনাদের সাথে D1  রুট এবং আনরুট পদ্ধতি শেয়ার করছি।
gallery_5191ea0fec2cc
রুট করতে যা যা লাগবেঃ
১) ডাটা ক্যাবল
২) রুটিং টুলকিট
৩) এবং আপনার Primo D1 হ্যান্ডসেট
রুট করার পদ্ধতিঃ
১) প্রথমে আপনার পিসি তে Primo D1 ইউএসবি ড্রাইভার ইন্সটল করে নিন। ইউএসবি ড্রাইভার ইন্সটল করার পদ্ধতি নিচের লিঙ্ক এ পাবেন।
২) ইউএসবি ড্রাইভার ইন্সটল করা হয়ে গেলে নিচের লিঙ্ক থেকে রুটিং টুলকিট ডাউনলোড করে নিন।
৩) এবার রুটিং টুলকিট টি ওপেন করুন।
root kit open
৪) আপনার Primo D1 হ্যান্ডসেটের Settings> Applications>Development এ যেয়ে Unknown sources এবং USB Debugging অন করে নিন।
333   222
৫) এবার ইউএসবি ক্যাবল দিয়ে আপনার Primo D1 পিসিতে কানেক্ট করুন।
৬) ইউএসবি ড্রাইভার যদি ঠিক মত ইন্সটল হয়ে থাকে তাহলে রুটিং টুলকিটে Primo D1 লিখা দেখতে পাবেন। যদি কোন কারণে টুল কিট আপনার ডিভাইস ডিটেক্ট করতে না পারে তাহলে টুল কিট টি ক্লোজ করে আবার ওপেন করুন।
৭) Primo D1 লিখা উঠার পর এবার টুলকিটের ROOT বাটনে ক্লিক করুন।
root dev
৮) কিছুক্ষণ অপেক্ষা করুন। টুলকিটে পর পর ৪ টি স্টেপে টিক চিহ্ন দেখতে পাবেন।
rooted
ব্যাস আপনার কাজ শেষ। রুট হয়ে গেল আপনার Primo D1.
আনরুট করার পদ্ধতিঃ
১) আনরুট করার জন্য টুল কিট টি পুনরায় ওপেন করুন।
২) আপনার ডিভাইস ইউএসবি ক্যাবল দিয়ে পিসিতে কানেক্ট করুন।
৩) পুনরায় টুলকিটের রুট বাটনে ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন।
ব্যাস কাজ শেষ। আপনার Primo D1 আনরুট হয়ে যাবে।

পোস্ট টি বিডি ড্রয়েড থেকে নেয়া হয়েছে।

0 comments:

Post a Comment

Powered by Blogger | Big News Times Theme by Basnetg Templates
Powered by Blogger.